1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০০ অপরাহ্ন

শার্শায় ফুটপাতের খোলা বিস্কুট খেয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু, অসুস্থ ৬

  • আপডেট টাইম :: সোমবার, ১ আগস্ট, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরর শার্শার নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসায় বিষাক্ত বিস্কুট খেয়ে মাহিন (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার আরো ৬ ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে মামুনুর রশিদ (১০) নামে এক ছাত্রকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকালে শার্শার নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আনারুল ইসলাম জানান, ছাত্ররা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল। বিকালে এক ছাত্রের বাড়ি থেকে দেওয়া বিস্কুট খাওয়ার পরে ছত্ররা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এসময় তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মাহিন নামে এক ছাত্রকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে এক ছাত্রকে যশোরে ভর্তি করা হয়েছে।
ঐ মাদ্রাসার এক ছাত্রের দুলাভাই রাসেল আহমেদ (যিনি বিস্কুট কিনে দিয়ে ছিল) তিনি বলেন, বৃহষ্পতিবার বিকালে উপজেলার নাভারন বাজারের ফুটপথ খেকে ৫শ’ গ্রাম ওজনের দুই প্যাকেট বিস্কুট কিনে দিয়ে ছিলাম। শুক্রবার বিকালে সংবাদ পাই সেই বিস্কুট খেয়ে আমার শালাসহ সাতজন শিক্ষার্থী অসুস্থ্ হয়ে পড়ে। তার মধ্যে একজন মারা গেছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সিদ্দিকুর রহমান জানান, বিকালে কওমী মাদ্রাসার ৭জন ছাত্রকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে মাহিন নামে এক ছাত্রকে মৃত ঘোষণা করা হয়েছে। এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের চিকিৎসা দেওয়া হয়েছে, সবাই ভালো আছে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। নিহত শিশুকে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ হিসাবে যেখান থেকে বিস্কুট ক্রয় করা হয়েছিল সেই দোকানীকে শুক্রবার সন্ধ্যায় জিঞ্জাসাবাদ করা হয় এবং দোকানীর দেওয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দি মোতাবেক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত পূর্বক পরে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!